ভুট্টার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৮

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন শুধুই ফসলের মাঠ। যতদূর চোখ যায় শুধু ভুট্টা গাছের সবুজ পাতায় সমারোহ। আবহাওয়া অনূকূলে থাকলে চলতি বছরে ভুট্টার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা।

সরেজমিনে উপজেলার গাবসারা ইউনিয়নের গাবসারা, কালিপুর, জয়পুর, রেহাইগাবসার, চন্ডীপুর, রুলীপাড়া, পুংলীপাড়াসহ অর্জুনা ও নিকরাইল ইউনিয়নের যমুনার চরে ভুট্টার জমিতে ভোর থেকে চরাঞ্চলের কৃষকেরা ভুট্টা গাছের পরিচর্যা করছেন। এছাড়া কেউ কেউ পোকা দমন করার জন্য কীটনাশক দিচ্ছে। এদিকে পোকা দমনে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ে পরিদর্শন সহ ভুট্টার বাম্পার ফলনের জন্য সকল প্রকার পরামর্শ দিয়ে যাচ্ছেন।

- Advertisement -

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আরিফুর রহমান বলেন, গত বছর যমুনা চরাঞ্চল সহ উপজেলায় ৩ হাজার ১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়। বাম্পার ফলন ও দাম ভালো পাওয়ায় এবছর আরো ৪০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ