নওগাঁয় দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৬৩

মির্জা তুষার আহমেদ, নওগাঁ।

দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের একদফা দাবিতে কালো পতাকা মিছিল করেছেন নওগাঁর পোরশা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলায় বের হয় মিছিলটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

- Advertisement -

শাহ আহাম্মেদ মোজাম্মেল চৌধুরীর নেতৃত্বে বিএনপি’র “কালো পতাকা মিছিল” অনুষ্ঠিত হয় এ সময় তিনি বলেন, ‘আজ বাংলাদেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগামী। দেশের মানুষ ভালো নেই। তারা কোনো রকমে কষ্টে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে বলেন, ‘এই ভোট বাতিল করতে হবে। বাংলাদেশের মাটিতে ভোটবিহীন এমপি-মন্ত্রীরা ঘুরে বেড়াবে, এ দেশের মানুষ তা মানবে না। রাজপথে রক্ত দিয়ে হলেও এই সরকারের পতন ঘটাতে হবে।

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দিদের মুক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহার, সংসদ বাতিলসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

মির্জা তুষার আহমেদ, নওগাঁ।

দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের একদফা দাবিতে কালো পতাকা মিছিল করেছেন নওগাঁর পোরশা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলায় বের হয় মিছিলটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শাহ আহাম্মেদ মোজাম্মেল চৌধুরীর নেতৃত্বে বিএনপি’র “কালো পতাকা মিছিল” অনুষ্ঠিত হয় এ সময় তিনি বলেন, ‘আজ বাংলাদেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বগামী। দেশের মানুষ ভালো নেই। তারা কোনো রকমে কষ্টে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে বলেন, ‘এই ভোট বাতিল করতে হবে। বাংলাদেশের মাটিতে ভোটবিহীন এমপি-মন্ত্রীরা ঘুরে বেড়াবে, এ দেশের মানুষ তা মানবে না। রাজপথে রক্ত দিয়ে হলেও এই সরকারের পতন ঘটাতে হবে।

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দিদের মুক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহার, সংসদ বাতিলসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ