নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মোঃ সাইদুল ইসলাম হেলাল নওগাঁ জেলা প্রতিনিধিঃ ‘আসুন আমরা শব্দ দুষণ হ্রাসে সচেষ্ট হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে মোঃ মলিন মিয়া সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর নওগাঁ সভাপতিত্বে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন । আজ ২৪ এপ্রিল ২০২৪ সকালে জেলা সার্কিট হাউজ চত্বর থেকে একটি র‌্যালী শহরের নানা দিক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমুলক প্রকল্পের আওতায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন শব্দ দূষণ একটি নীরব ঘাতক শব্দ দূষণ হ্রাসে জনসচেষ্ট হওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফান উদ্দীন আহমেদ (এ ডি এম) বিশেষ অতিথি হিসেবে ফৌজিয়া হাবিব খান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নওগাঁ, মোঃ রফিকুল ইসলাম রফিক উপজেলার চেয়ারম্যান, ডাঃ মোঃ মুনীর আলী আকন্দ ডিপুটি সিভিল সার্জন নওগাঁ, এসময় বক্তরা বলেন- শব্দ দূষণ রোধে সকল পর্যায়ের মানুষদের মাঝে আগে সচেতন হতে হবে। ৪০ ডিসিবল এর বেশি শব্দ দূষণের আওতায় পরে। বিশেষ করে এই মাত্রার শব্দ শিশু ও বয়স্কদের মস্তিস্কে ব্যাপক প্রভাব ফেলে। স্কুল-কলেজ হাসপাতাল এলাকা গুলোতে শব্দ দূষণ রোধে আরোও ভুমিকা রাখতে হবে। এছাড়াও সামাজিকভাবে এটি রোধ করতে জন সচেতন করতে হবে। লিফলেট বিতরণ ও এবং মানবিক দিক বিবেচনা করে প্রতিটি ব্যবহারকারীর উচিৎ এটিকে মেনে চলা । র‌্যালী ও আলোচনা সভায় প্রফেসর মোঃ নাজমুল হাসান অধ্যক্ষ নওগাঁ সরকারি কলেজ, মোঃ লুৎফর রহমান জেলা শিক্ষকা অফিসার, ডাঃ মোঃ তারেক হোসেন জুনিয়র কনসালটেন্ট( ই এন টি)
সভাপতি প্রেসক্লাব, সভাপতি মাফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখা ও অন্যান্য সাংবাদিক , এবং বিভিন্ন পেশাজীবী, চিকিৎসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ