হাতীবান্ধায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৫২

ডেস্ক রিপোর্টঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শামসুন্নাহার বেগম ছবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে

সোমবার (১৮ই জুলাই) সকাল ১১ টার দিকে ছাত্র -ছাত্রীর উপস্থিতে প্রধান শিক্ষকের সাথে অভিভাবকের হাতাহাতি সহ পথ অবরুদ্ধকরেন।

- Advertisement -

এ সময় বিদ্যালয়ের মাঠে চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিভাবকরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষিকা ১১ টার মধ্যে বিদ্যালয়ে আসেন এবং ১ টার মধ্যে চলে যান এবং অভিভাবকরা আরো বলেন, এই বিদ্যালয়ের টিউবওয়েল, বিদ্যুৎ লাইন, টয়লেট সহ বিভিন্ন প্রকার অনিয়ম তুলে ধরেন।

ঐ এলাকার অভিভাবক রাকিব হোসেন বলেন, প্রধান শিক্ষিকা দেরিতে আসেন এবং তাড়াতাড়ি চলে যান। এ কথা বলার কারনে শিক্ষিকা শামসুন্নাহার ম্যাডাম পায়ের জুতা খুলে আমাকে মেরেছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষিকা শামসুন্নাহার ছবি অভিযোগটি অশ্বীকার করে বলেন, কোন ব্যাক্তি আমার বিরুদ্ধে অভিযোগ আনলে আমার কিছু বলার নেই।

হাতীবান্ধা উপজেলার সহকারী শিক্ষা অফিসার বেলাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ