নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয় পালিত হলো বঙ্গবন্ধুর জন্মদিন।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১৭

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আজ ১৭ ই মার্চ, নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০৪ জন্ম বার্ষিকী।
আজ ১৭ ই মার্চ নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০৪ তম জন্ম বার্ষিকী।,এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি বীরমুক্তি যোদ্ধা আঃমালেক, অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল। সকাল ০৯,৩০মিঃ জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়, এর পর বঙ্গবন্ধু সহ জাতীয় নেতা ও আওয়ামী লীগের সাবেক সাঃসম্পাদক ও সফল বানিজ্য মন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক আঃজলিলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শেষে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ০১,০০ মিঃ নিরবতা পালন করা হয়। সকাল ১০, টায় জেলা ছাত্র লীগের উদ্যোগে, মুক্তির মোড় শহীদ মিনারে বঙ্গবন্ধুর উপরে প্রামান্যচিত্র ও শিশু, কিশোর দের চিত্রা অঙ্কন প্রতি যোগিতা হয়।সন্ধা ০৭,০০ টায় দলীয় কার্যালয়ে দোয়া খায়ের এবং কেক কেটে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় নওগাঁতে পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃখালেক, আঃরহমান,সদস্য জাতীয় কমিটি, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান নয়ন,সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, দপ্তর সম্পাদক আঃলতিফ বকুল, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য পারভীন আক্তার, জেলা কৃষক লীগের আহবায়ক আঃওয়াহাব যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, শ্রমিক লীগের সভাপতি আঃমজিদ, যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, যুবমহিলা লীগের সভাপতি নাতিসা আলম, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ সাঃসম্পাদক নুর মোহাম্মদ লাল, ছাত্র লীগের সাঃসম্পাদক আমানুজ্জামান শিউল সহ জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উপস্থিত নেতা কর্মিদের উদ্দেশে যুগ্ম সাধারণ সম্পাদক ও সঞ্চালক জাভেদ জাহাঙ্গীর সোহেল বলেন,বঙ্গবন্ধুর আজ১০৪ তম জন্ম দিনে আমরা শপথ নিই,তার দেখানো আর্দশ্য থেকে আমরা যেন কোন দিন বিচুত্য না হই।আজ তার জন্ম না হলে আমাদের এই স্বাধীনতা হয়তো কোন দিন আমরা পেতাম না আর আমরা চীরদিন পাকিস্তানের গোলাম হয়ে থাকতাম বুক ভরে স্বাধীন ভাবে নিঃস্বাস ও নিতে পারতাম না। সর্বশেষে জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা আঃমালেক সকল নেতৃবৃন্দ ও সহ কর্মিদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আবারও বলেন বঙ্গবন্ধুর সহ ৩০ লক্ষ শহীদের রক্ত ৩ লক্ষ মা বোনের সম্ভ্রোম দিয়ে লাল সবুজের পতাকা জয় হয়েছে তা রক্ষা করা আপনার আমার প্রত্যেক বাঙালির কর্তব্য ও দ্বায়িত্ব।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ