চট্টগ্রামে চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩৮৮

এম এম আব্দুল্লাহ আল মামুন:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে শিক্ষার্থীদের মজায় মজায় ইংরেজি শেখা প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া ইংলিশ ল্যাগুয়েজ ও ডিবেট ক্লাব গঠন এবং ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ই-লার্নিং কনটেন্টসহ ট্যাব প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আরকাম একাডেমি দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল করিম, চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইংলিশ ল্যাগুয়েজ ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, ডিবেট ক্লাবের উপদেষ্টা সহকারী শিক্ষক কাউছার জান্নাত, সহকারী শিক্ষক মহিউদ্দিন কামাল ও অভিভাবক বশির উদ্দীন ফারুকী প্রমুখ। উক্ত প্রশিক্ষণে ৪০ জন শিক্ষার্থী, ৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খান।

- Advertisement -

প্রশিক্ষণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইংলিশ ল্যাগুয়েজ ক্লাব ও ডিবেট ক্লাব গঠন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক উপদেষ্টা মনোনীত হয়েছেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে ২০ জন শিক্ষার্থীকে ভাব বাংলাদেশের শিক্ষা বৃত্তির জন্য নির্বাচন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ