ঈশ্বরগঞ্জে চোরাই গরুর সন্ধান দাবিতে সড়ক অবরোধ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চোরাই গরু উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৬২

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বৈরাটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। গত শনিবার উপজেলার মগটুলা ইউনিয়নের বৈরাটি গ্রামের মো. আবদুল হাইয়ের একটি গাভী চুরি হয়। ছাড়াও বেশ কয়েকজন কৃষকের গোয়াল ঘর থেকে রাতে গরু চুরির চেষ্টা হয়। এতে অতিষ্ঠ হয়ে নিজেরাই রাত জেগে পাহারা দেওয়া শুরু করেন তারা।

- Advertisement -

এমতাবস্থায় সোমবার রাতে একদল চোর ওই গ্রামে প্রবেশ করে। গ্রামবাসী টের পেয়ে ধাওয়া দিলে সন্দেহভাজন মোজাম্মেল একটি পুকুরে ঝাঁপ দেন। লোকজন চারপাশ থেকে পুকুরটি ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মোজাম্মেলকে উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বলেন, গ্রামবাসী সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ