শ‍্যামনগরে যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির আহবায়ক কমিটি গঠন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩০

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
শ‍্যামনগর উপজেলার ১৯ টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আজ ৩ ফেব্রুয়ারী (রবিবার) সকাল ১০ টায় উপজেলার বুড়িগোয়ালীনী ইউনিয়নের বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক অফিসের হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। স্বেচ্চাসেবী সংগঠন শান্তি সংঘ ক্লাবের সভাপতি মোঃ আসাদউল্লাহর সভাপতিত্বে এসময় সংগঠন ও যুবদের কাজের ভূয়সী প্রশংসা করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলোচনা সভার প্রধান অতিথি বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর নির্বাহী পরিচালক সুকান্ত সেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম। পরিশেষে উপজেলার ১৯ টি স্বেচ্চাসেবী সংগঠনের প্রতিনিধিরা আলোচনা সভায় সকল যুবদের মতামতের ভিত্তিতে সংগঠনের নতুন নামকরন করে “শ‍্যামনগর যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি” নামকরন করেন। সংগঠনটি সুন্দরভাবে পরিচালনার জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় সকলের মতামতের ভিত্তিতে স্বেচ্চাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের প্রতিষ্ঠাতা মারুফ হোসেন মিলন কে আহবায়ক, শান্তি সংঘ ক্লাবের সভাপতি মোঃ আসাউল্লাহ যুগ্ন আহবায়ক, পিপিলিকা ইয়ুথ টিমের সভাপতি হুমায়রা যুগ্ন আহবায়ক, বনজীবী ইয়ুথ টিমের সভাপতি শামীম হোসেন যুগ্ন আহবায়ক ও বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিকের কর্মসূচী কর্মকর্তা মফিজুর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে উপস্থিত ১৯ টি সংগঠন সহ উপজেলার অন্যন্য যুব স্বেচ্চাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে পরিবর্তীতে পূর্নাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ