নওগাঁ মশরপুর পরিবেশ দূষন করাই মোবাইল কোর্ট পরিচালনা করে চালকের জরিমানা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩৪

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ জেলা প্রতিনিধি

গত ৩০ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় নওগাঁর সদর উপজেলার মশরপুর এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮ বিধি লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী ০১(একটি) টি যানবাহনের চালককে ২০০/-(দুইশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ০২(দুইটি ) টি হাইড্রোলিক হর্নের পাইপ বিনষ্ট করা হয়। জেলা প্রশাসন, নওগাঁর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইকবাল হোসাইন মোবাইল কোর্টের নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব উত্তম কুমার প্রসিকিউশন প্রদান করেন। নওগাঁ জেলার পুলিশ বিভাগের একদল পুলিশ সদস্য মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ