ভোলায় সরকারি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীর ঔষধ চুরি, বিক্রয় করেন পরিবার পরিকল্পনা সামগ্রীও

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৬৫

নিউজ ডেস্কঃ- দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অধীন চর খলিফা ইউনিয়নে জাহাঙ্গীর মিয়া কমিটির ক্লিনিকের স্বাস্থ্যকর্মী শিরিন বেগমের ঔষধ চুরির কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কল রেকর্ড ভাইরাল হয়। ওই কথোপকথনে ক্লিনিকের স্বাস্থ্যকর্মী শিরিন বেগম পরিবার পরিকল্পনা সামগ্রী ১০০ ইনজেকশন ১০ টাকা করে দরদাম করে বিক্রয় করেন এবং ক্লিনিকের অন্যান্য প্রয়োজনীয় ঔষধ দরদাম করে বিক্রয় করেন। স্থানীয় সূত্রে জানা যায় স্বাস্থ্যকর্মী শিরিন বেগম স্থানীয় ক্ষমতার প্রভাবে তার কর্মস্থলে নিয়মিত না এসে সকল সরকারি ঔষধ কম মূল্যে বিভিন্ন ব্যক্তি বর্গের কাছে বিক্রি করে থাকেন। বিষয়টি নিয়ে বারবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ অভিযোগ দিলেও ব্যবস্থা গ্রহণ করেননি স্থানীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। আরো জানা যায় অভিযুক্ত শিরিন বেগম স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মিয়ার ছোট বোন হওয়ায় এ ধরনের অনেক অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। এ ধরনের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা নিয়ে মুখ খোলার সাহস পর্যন্ত পায় না স্থানীয় সাধারণ মানুষ। এছাড়া স্থানীয় ক্ষমতার অপব্যবহার করে ও স্থানীয় কর্তৃপক্ষকে ম্যানেজ করে একই কর্মস্থলে তিনি দীর্ঘ ৩৭ বছর নানা অনিয়মের সহিত কাজ করে আসছেন। জানা যায় ভোলার দৌলতখান উপজেলা পবিরার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দিন অভিযুক্ত শিরিন বেগমের নিকট আত্মীয় হওয়ায় নানা ধরনের বেআইনি সুযোগ সুবিধাও গ্রহণ করেন, অভিযুক্ত শিরিন বেগম। কল রেকর্ড ভাইরাল ও নানা অনিয়ম নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, কমিউনিটি ক্লিনিক সরকারি প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানে সরকারি ওষুধ বিক্রয় করা সম্পূর্ণ বেআইনি। উক্ত কল রেকর্ডটি আমি শুনেছি ইতোমধ্যেই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দ্রুত তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছি। আরো বলেন অভিযুক্ত শিরিন বেগম আমার কর্মী নয় তিনি পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মী । বিষয়টি নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন নিকট জানতে চাইলে তিনি জানান, আমি কল রেকর্ডটি শুনেছি পরিবার পরিকল্পনা সামগ্রী বিক্রি করা আইনত অপরাধ। ১০ টাকা করে ইনজেকশন বিক্রি করা বেআইনি। ডিডি স্যারের সাথে পরামর্শ করে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি নিয়ে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার শীলের নিকট জানতে চাইলে তিনি জানান, কল রেকর্ডিং এর বিষয়ে তিনি অবগত রয়েছেন, তিনি খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন ।। বিষয়ে নিয়ে অভিযুক্ত শিরিন বেগমকে তার কর্মস্থল চর খলিফা ইউনিয়নের জাহাঙ্গীর মিয়া কমিউনিটি ক্লিনিকে একাধিকবার গিয়েও পাওয়া যায়নি । মুঠোফোনে সংযোগ কালে তিনি সাংবাদিকদের জানান, কোন তথ্য নিতে চাইলে বাসায় আসেন, চা নাস্তা খেয়ে যাবেন,তখন বলব। মূলত শিরিন বেগম দৌলতখান উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীন মাঠকর্মী হিসাবে উক্ত জাহাঙ্গীর মিয়া কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘ কয়েক যুগ ধরে।

প্রিয় পাঠক স্বাস্থ্যকর্মী শিরিন বেগমের নানা দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ঔষধ চুরির আরো তথ্যবহুল রিপোর্ট নিয়ে আসছে বিস্তারিত (২য় পর্ব)

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ