নাসির নগরে ঐতিহ্যবাহী শুটকি মেলা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১২৭

হেলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগরে বসেছে দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী শুটকি মেলা। জানাযায়- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামে গত পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ রবিবার শুটকি মেলা বসেছে। মাসুক মাষ্টার নামক একজন স্থানীয় বাসিন্দা বলেন, এই মেলা আমাদের ব্রাহ্মণবাড়িয়া ও নাসির নগরের গৌরব। প্রায় শতাধিক বছর ধরে আমাদের কুলিকুন্ডা গ্রামে প্রতি বছর পহেলা বৈশাখ থেকে দুইদিন ব্যাপী এই ঐতিহ্যবাহী শুটকি মেলা হয়ে আসছে।নাসির নগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রানী বলেন, এই শুটকির মেলাটি প্রায় তিন শত বছরের ঐতিহ্য।

প্রতি বছর পহেলা বৈশাখ ও সনাতন ধর্মাবলম্বীদের চৈত্র সংক্রান্তির উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়। এতে, দেশের বিভিন্ন জেলা,হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম,নারায়ণগঞ্জ থেকে শুটকি ব্যাবসায়ীরা সামুদ্রিক শুটকিসহ বিভিন্ন প্রজাতির মাছের শুটকি নিয়ে আসে মেলায় বিক্রির জন্য।আর এই মেলা থেকে হরেক রকমের শুটকি কিনতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে।সাধারণ বাজারে যেই শুটকি পাওয়া যায়না এই মেলায় সেসব শুটকি পাওয়া যায়। গত রবিবার ও সোমবার দুইদিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে শুটকির পাশাপাশি, কাপড়-চোপড়, গ্রামের টাটকা সবজিসহ কসমেটিকস এর মালামালও জমে সেইসাথে বাচ্চাদের বিনোদনের জন্য নাগরদোলা, চড়কিও নিয়ে আসে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ