জাপান ও মালয়েশিয়া প্রবাসীদের সহযোগিতায় মসজিদ ভিত্তিক ১০ মক্তব চালু করলেন- উৎসর্গ সোসাইটি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৫১

নিজস্ব প্রতিবেদক : প্রত্যেক নারী পুরুষের জন্য প্রয়োজন মত এলমে দ্বীন শিক্ষা করা ফরজ । বর্তমানে শিক্ষার্থীদের জেনারেল শিক্ষার সু ব্যবস্থা সর্বস্তরে বিদ্যমান, পিছিয়ে যাচ্ছে ধর্মীয় শিক্ষার অনুশীলন, গ্রামগঞ্জ থেকে হারিয়ে যেতে বসেছে মক্তবে কুরআন শিক্ষা। শিক্ষার্থীরা জেনারেল শিক্ষার পাশা-পাশি কুরআন শিক্ষা, নামাজ রোজা ও হালাল হারাম সম্পর্কে প্রয়োজনীয় ধারনা পেতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছেন উৎসর্গ সোসাইটি। জাপান ও মালয়েশিয়া প্রবাসী ভাইদের সহযোগিতায় শ্যামনগর উপজেলায় এ পর্যন্ত ১০ টা মক্তব চালু করেছেন উৎসর্গ সোসাইটি। উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ আমাদের প্রতিবেদককে জানান, আয়তনে এতো বড় একটা উপজেলায় মাত্র ১০টা মক্তব যথেষ্ট নয় আমরা চেষ্টা করছি আরো মক্তব বাড়ানোর জন্য। যে সমস্ত সৌভাগ্যবান ব্যক্তি (অঞ্চল) মক্তব পেয়েছেন তারা উৎসর্গ সোসাইটি, দাতা জাপান ও মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন এবং অন্যান্য অঞ্চলের মানুষেরা চায় তাদের এলাকায়ও চালু হোক উৎসর্গ সোসাইটির কুরআন শিক্ষা মক্তব।

এই বিভাগের আরও সংবাদ