চরভদ্রাসনে টানা বর্ষনে ১ হাজার ৬শ একর রবি ফসল বিনষ্ট

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩০৫

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ১ হাজার ৬শ’ একর রবি ফসলী মাঠ গত দু’দিনের টানা বর্ষনে পানিতে ডুবে বিনষ্ট হয়েছে বলে কৃষি অফিস সূত্র জানিয়েছেন। ইউনিয়ন চারটি হলো-উপজেলার চরভদ্রাসন ইউনিয়ন, গাজীরটেক ইউনিয়ন, চরহরিরামপুর ইউনিয়ন ও চরঝাউকান্দা ইউনিয়ন। এসব ইউনিয়নের প্রায় ৩ হাজার কৃষক পরিবার চলতি রবি মৌসুমে ক্ষতিগ্রস্থ হয়েছে।

- Advertisement -

দু’দিনের টানা বর্ষনে উপজেলার নিম্নাঞ্চলে আবাদকৃত পেঁয়াজ, রসুন, সরিষা, মসুর, বোরো বীজ তলা, গম, ভুট্টা, কালাই, মোটর কালাই, আলু, ধনিয়া, কালোজিরা, মাসকালাই, মুগ, সব্জি ও মেথি ফসলের মাঠ পানিতে ডুবে স্বমূলে বিনষ্ট হয়েছে। অধিকাংশ ফসলী মাঠগুলো হাটু পানির নিচে ডুবে রয়েছে। ফলে চলতি রবি মৌসুমের শুরুতেই উপজেলার প্রায় ২ হাজার কৃষক বড় ধরনের ক্ষতিরমুখে পড়েছে বলে জানা যায়।উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, গত দু’দিনের টানা বর্ষনে উপজেলার ৪৮৪ একর জমির তৈল বীজ সরিষা ফসলী মাঠ, ১৬২ একর ডাল বীজ মসুর, ৪ একর বোরো বীজতলা, ৪২ একর জমির গম, ৬৫ একর ভূট্টা, ৩০০ একর জমির খেসারী কালাই, ৫০ একর মোটর কালাই, ৪ একর আলু, ১২৫ একর জমির কালোজিরা বিনষ্ট হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ