চরভদ্রাসনে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৪৫

ফরিদপুর প্রতিনিধি –
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের চর-সুলতান পুর উচ্চবিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জুন) বিকেলে আনোয়ারা মান্নান বেগ কর্তৃক আয়োজিত আর্কিটেক্ট মুজাহিদ বেগের বব্যবস্থাপনায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা হয়।

- Advertisement -

এতে প্রধান অতিথি ছিলেন, চক্ষু চিকিৎসক মহাসিন বেগ, ফরিদপুরের জেলা পরিষদের সদস্য ইলিয়াস বেগ, সমাজ সেবক শামসুল হক বেগসহ অনেকে।

খেলায় ফরিদপুর সদরের শালুক ও উপজেলা সদরের ধোপাডাঙ্গা-চাঁদপুরের দুটি দল অংশ নেয়।

আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব মুজাহিদ বেগ বলেন, গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও ঈদ পরবর্তী বিনোদনের জন্য লাঠি খেলার আয়োজন করা হয়। তবে বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হওয়ায় শনিবার বিকেলে পুনরায় লাঠি খেলা অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও সংবাদ