ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় প্রধান শিক্ষক থানা পুলিশের হাতে গ্রেফতার।
ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় প্রধান শিক্ষক থানা পুলিশের হাতে গ্রেফতার।
মোঃ ফরিদ উদ্দিন
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী থেকে জানা যায়, ১৬ নং কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান গৃহ শিক্ষক হিসেবে বিভিন্ন বাড়িতে পড়িয়ে থাকেন।সম্প্রতি শ্যামনগর সদরে এক শিক্ষার্থীর বাড়িতে পড়ানো কালীন সময়ে তাকে ধর্ষনের চেষ্টা করলে ছাত্রীর হাক চিৎকারে তার মাতা ছুটে এলে শিক্ষক তার জুতা সাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়।
শিক্ষার্থীর পিতা বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসার সহ থানায় অভিযোগ দায়ের করলে সোমবার রাত ৮ টায় লুৎফর রহমান এর বাদঘাটা বাড়ি থেকে গ্রেফতার করে শ্যামনগর থানা পুলিশ। শ্যামনগর থানা পুলিশের এস আই শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার এস আই মোমরেজ।