শ্যামনগরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে শপথ অনুষ্ঠান

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩৮৪

আল আমিন, নিজস্ব প্রতিনিধিঃ

বাঙালির গৌরব ও ঐতিয্য মহান স্বাধীনতা দিবস প্রতি বছরের ন্যায় অত্যন্ত ভাব গম্ভীর্যে উদযাপিত হয়েছে, স্বাধীনতা অর্জনের ৫০ বছর হওয়ায় এবারের মহান স্বাধীনতা দিবসে দেখা গেছে ভীন্ন কিছু আয়োজন।

- Advertisement -

বিজয় এর ৫০ বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে ১৬ ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টা ৩০ মিনিটে নকিপুর পাইলট এইচ সি বিদ্যালয় চত্বরে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে দেশব্যাপী ভার্চুয়াল শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শপথ অনুষ্ঠানটি ভার্চুয়ালে একযোগে সারাদেশব্যাপি অনুষ্ঠিত হয়ে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। বিজয় এর ৫০ বছর অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালে দেশবাসীর উদ্দশ্যে শপথ বাক্য পাঠ করার,শপথ বাক্য শেষে মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে অভিনন্দন জানান।

শপথ বাক্য পাঠে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে অংশগ্রহণ করেন সাতক্ষীরা ০৪ অাসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার (এম পি),শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী, অফিসার ইনচার্জ শ্যামনগর থানা, সহকারী কমিশনার ভুমি, শ্যামনগর বীর মুক্তিযোদ্ধা কমান্ড,বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,উপজেলার সকল অফিস কর্মকর্তা ও জনবল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকগন, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, আনসার বাহিনী, গ্রাম পুলিশ বাহিনী, সিপিপি স্বেচ্ছাসেবক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন সহ শুশীল জনসাধারণ।

এই বিভাগের আরও সংবাদ