শুরু হলো তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল মুন্সিগঞ্জ কুলতলি শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৪৩

মোঃ ফরিদ উদ্দিন শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরা জেলার বাংলাদেশের সবচেয়ে বড় শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলে মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী শেখ বাড়ি জামে মসজিদের উদ্যোগে 52 তম বার্ষিকীতে তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 24 ,25 ও 26 ফেব্রুয়ারি ইং 2024 শনিবার , রবিবার, সোমবার দেশ বরন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায়ে কেরামগনের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে বাংলাদেশের গ্রামে গঞ্জে পাড়া-মহল্লায় অবস্থিত মসজিদ-মাদ্রাসা দ্বীন দরদী মুসলিম ভাইদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন দীর্ঘদিনের রেওয়াজ এমন আয়োজন বিশ্বের অন্য কোন মুসলিম দেশে সাধারণত দেখা যায় না।
দ্বীন ইসলাম প্রচারের জন্য এ সমস্ত ওয়াজ মাহফিল সাধারণ মুসলমানদের জন্য ধর্মীয় নানা বিষয় নিয়ে কোরআন হাদিস ভিত্তিক দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে থাকেন। ঐতিহ্যবাহী এই মাহফিলকে কেন্দ্র করে প্রতিবছর দূরদূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ পায়ে হেঁটে সাইকেল, মটর সাইকেল, ভ্যান, ইজিবাইক বিভিন্ন যানবাহনের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা গভীর আগ্রহ সহকারে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করে থাকেন। কুলতলী এবং এর আশেপাশে এলাকার আত্মীয়-স্বজন মাহফিলকে কেন্দ্র করে দাওয়াতি মেহমান হিসাবে উপস্থিত হয়ে মাহফিলে অংশগ্রহণ করে থাকেন। পর্দার আড়ালে মা-বোনেরাও নিজ বাসা বাড়িতে আত্মীয়-স্বজনের বাড়িতে এসে ওয়াজ শুনে থাকেন বাংলাদেশের মানুষের ধর্মপ্রাণ এসব ওয়াজ মাহফিলে উপস্থিত দেখে তা অনুমান করা যায় মানুষের ধর্ম সম্পর্কে জানার ইচ্ছা , অনেক দূর-দূরান্ত থেকে বৃদ্ধ জোয়ান মা-বোনেরা মাহফিলে অংশগ্রহণ করে থাকেন।

- Advertisement -

কুলতলী শেখ বাড়ি জামে মসজিদের ঐতিহাসিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা ৪ আসনের (শ্যামনগর আংশিক কালিগঞ্জ )উপজেলার মাননীয় সংসদ সদস্য
এস এম আতাউল হক দোলন।

মহাগ্রন্থ আল-কোরআনের তাফসির এবং হাদিস ভিত্তিক আলোচনা করার জন্য বিজ্ঞ ও বিচক্ষণ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন –

(প্রথম দিন 24 শে ফেব্রুয়ারি শনিবার)

প্রধান বক্তা –
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী মিশর থেকে স্বর্ণপদক প্রাপ্ত মুফাচ্ছেরে কোরআন-
হাফেজ মাওলানা ক্বারীতাওহীদ বিন আলি ঢাকা ।

দ্বিতীয় বক্তা –
দক্ষিণবঙ্গের সুরের জাদুকর আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব যুক্তিবাদী,

(দ্বিতীয় দিন 25 শে ফেব্রুয়ারি রবিবার)

প্রধান বক্তা –
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসেরে কোরআন স্কোলার ও মিডিয়া ব্যক্তিত্ব
হযরত মওলানা শায়খ এম হাসিবুর রহমান ঢাকা,

দ্বিতীয় বক্তা –
নব মুসলিম মাওলানা রেজাউল করিম নারায়ণগঞ্জ।

(তৃতীয় দিন 26 শে ফেব্রুয়ারি সোমবার)

প্রধান বক্তা-
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাচ্ছেরে কোরআন মিডিয়া ব্যক্তিত্ব সুমধুর কন্ঠের অধিকারী
হাফেজ ক্বারী মাওলানা জুবায়ের আহমেদ তাসরীফ ঢাকা

সভাপতিত্ব করবেন- মোঃ আব্দুস সাত্তার শেখ সভাপতি অত্র মসজিদ

প্রতিদিন এশার নামাজের পর প্রধান বক্তার আলোচনা শুরু হবে

এই বিভাগের আরও সংবাদ