কবিতা “সহজ স্বীকারোক্তি”

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১৬৮

সহজ সীকারোক্তি
~~শিউলি ইসলাম

তোমার সাথে যেদিন আমার দেখা হবে,
সেদিন আকাশে খুব করে মেঘ জমুক।
মেঘের ভেলায় ভেসে,
শহর জুড়ে বৃষ্টি নামুক।

- Advertisement -

তোমার সাথে যেদিন দেখা হবে,
সেদিন কিন্তু তুমি নিয়ে আসবে ফুল।
ফুলের গাজরাটা পরিয়ে দিও হাতে,
জারবেরা ফুলটা পরিয়ে দিয়ো খোপা করা চুলে।

তোমার সাথে যেদিন দেখা হবে,
সেদিন আমি পরব আকাশী শাড়ি
তুমি পরবে আকাশী পাঞ্জাবি।
ওহ হ্যাঁ,আর একটা কথা,
আমার জন্য নীল চুড়ি আনতে ভুলো না।

জানো,
আমার না আকাশ দেখার একটা নেশা আছে।
খোলা আকাশের নিচে বসে,
আকাশ দেখতে চাই তোমার সাথে?

তোমার সাথে যেদিন দেখা হবে,
সেদিন উষ্ণ আচেঁ এক কাপ চায়ে,
অধর ভিজাতে চাই তোমার সাথে।
হাতে হাত রেখে হাটতে চাই অজানা সীমান্তের পথে।

এলোকেশে যখন উড়বে চুল,
পড়বে এসে মুখে,
তুমি না হয় সরিয়ে দিও আলতো ছুঁয়ে,
একটু ভালোবেসে।

জানো,
আমার না অসময়ের বৃষ্টি অনেক পছন্দ।
কোনো এক অঝর ধারার বৃষ্টিতে,
ভিজতে চাই তোমার সাথে।

আচ্ছা, চাঁদ কি তোমার পছন্দ?
আমার কিন্তু অনেক পছন্দ।
কোনো এক চাঁদনী রাতে,
এক গুচ্ছ গোলাপ হাতে,
হাটতে চাই তোমার সাথে।

ইচ্ছে গুলো কি পূর্ণতা পাবে কখনো?
শুনেছি প্রিয় মানুষের দর্শনে নাকি স্বর্গীয় সুখ।

তুমি আসবে কি কখনো সেই সুখ নিয়ে,
নাকি সেই সুখ পরিণত হবে অসুখে।
আমার এই শূণ্য হৃদয় মন্দিরে,
পূর্ণতার ছোঁয়া দিতে,
আসবে কি কখনো?

তোমাকে দেখার ইচ্ছা,
আমার এ জীবনে শেষ হবে না।

ইচ্ছার নাকি মৃত্যু হয় না,
আশায় নাকি বাঁচে চাষা।
আমিও বেধেছি বুক আশায়,
দেরিতে হলেও তুমি দিও কিন্তু দেখা।

ক্ষুদ্র প্রচেষ্টায়
শিক্ষার্থী,শিউলি ইসলাম,বশেমুরবিপ্রবিয়ান।

এই বিভাগের আরও সংবাদ