মিতালী শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট (২০২৪)চ্যাম্পিয়ন মিয়াপাড়া একাদশ।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৪০

জেলা প্রতিনিধ:- জামালপুর।
দেওয়ানগঞ্জ উপজেলার চর আম খাওয়া ইউনিয়নের মিতালী হাইস্কুল মাঠে মিতালি ওয়ারিয়র্স কর্তৃক আয়োজিত সাসরুদ্ধকর ফাইনাল খেলায় মিয়াপাড়া ক্রিকেট একাদশ ও মিতালী ওয়ারিয়স অংশগ্রহণ করে ‌। সকল জল্পনা কল্পনা শেষ করে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে মিয়াপাড়া ক্রিকেট একাদশ।

উপস্থিত সবাইকে সাথে নিয়ে কেক কেটে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব তাসলিমা আক্তার ( লিপি) তিনি তার বক্তব্য বলেন বর্তমান সমাজ থেকে মাদক মোবাইল আসক্ত সহ নেতিবাচক কার্যক্রমের হাত থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে অবশ্যই খেলাধুলার বিকল্প নেই, তিনি বলেন আপনারা আমাকে আপনাদের কন্যা আপনাদের ছেলের বউ,আপনাদের বোন, মেয়ে হিসাবে যেভাবে আমাকে বিপুল ভোটে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী কতটুকু আপনাদের জন্য কাজ করতে পেরেছি তা আপনারাই মূল্যায়ন করবেন,, তিনি আরো বলেন আমি যুবসমাজের সাথে সর্বদা সম্পৃক্ত থেকে ভালো কিছু করার চেষ্টা করেছি এবং সেই ধারাবাহিকতা রক্ষা ও আরো ব্যাপকভাবে আপনাদের সেবা করার জন্য আমি এবার উপজেলা চেয়ারম্যান হিসাবে আপনাদের সর্বাত্মক সমর্থন ও সহায়তা প্রার্থনা করছি।

- Advertisement -

বক্তব্য রাখেন, জনাব কামরুজ্জামান বিপিএম, এডিশনাল আইজি বাংলাদেশ পুলিশ, তিনি বলেন আমি এখানে উপস্থিত না হলে বিশ্বাস করতে পারতাম না যে,এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর ক্রিকেট আয়োজন হতে পারে এটাই আধুনিক বাংলাদেশ, আমার তো মনে হয় আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্ট হচ্ছে হচ্ছে, এখান থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের মাশরাফি,সাকিব,তামিম দের মত খেলোয়ার,আয়োজক কমিটি, অত্র অঞ্চলের মুরুব্বী যুবসমাজ সহ সবাইকে শতভাগ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যুব সমাজকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদের এই ধরনের খেলাধুলার আয়োজন বেশী বেশি করতে হবে এবং সময় বের করতে পারলে অবশ্যই আমি এরকম ভালো অনুষ্ঠান গুলিতে যোগদান করার চেষ্টা করব।

বক্তব্য প্রদান করেন,প্রধান অতিথি জনাব রেজাউল করিম (লাভলু) সিনিয়র শিক্ষক সানন্দ বাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সাধারণ সম্পাদক, ২নং চর আম খাওয়া ইউনিয়ন, তিনি ফেব্রুয়ারি মাসের তাৎপর্য তুলে ধরেন এবং পাশাপাশি যুব সমাজকে রক্ষা করুন বেশি বেশি খেলাধুলা আয়োজন করুন, তিনি আরো বলেন যতই ঝড়ঝঞ্জা আসুক না কেন খেলাধুলা সহ ভালো কাজের জন্য আমি আপনাদের সাথে নিয়ে সর্বাত্মক চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সার্জেন্ট অবঃ জনাব মোঃ আবু শামা অর্ডন্যান্স, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি জামালপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি,, আ: রহিম আইসসি সানন্দবাড়ী তদন্ত কেন্দ্র, ফজলে রাব্বি জুয়েল (সাবেক চেয়ারম্যান) জনাব মোঃ জয়নাল আবেদীন, জনাব শফিকুল ইসলাম এজিএম পল্লী বিদ্যুৎ সানন্দ বাড়ি, জনাব শফিকুল ইসলাম প্রধান শিক্ষক মিতালী উচ্চ বিদ্যালয়, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবঃ মোঃ হযরত আলী, জনাব শাহ আলম জনাব শামসুদ্দিন রুবেল,জনাব আকোয়াত হোসেন (হিরন) জনাব খোকন,জনাব বকুল মেম্বার,জনাব শামীম মন্ডল, কবি রোকন, জনাব নাজমুল হক, সহ সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া ব্যক্তিত্ব সহ হাজার হাজার ক্রিকেটপ্রেমী জনসাধারণ উপভোগ করেন।

এই বিভাগের আরও সংবাদ