নওগাঁয় আমগাছ কেটে ফেলা, মারপিট ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন,,

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১৫

মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

নওগাঁর পোরশায় একটি আম বাগানের তিন শতাধিক আমগাছ কেটে ফেলা, কর্মচারীদের মারপিট ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত আম চাষী ও এলাকাবাসীরা।
আজ দুপুরে পোরশা উপজেলার বৌদ্যপুর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক গ্রামবাসী এবং আমচাষী অংশ গ্রহন করেন।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত আমচাষী হোসনেয়ারা আক্তার শিখা বলেন- ওই এলাকায় ৩০ বিঘা জমি লিজ নিয়ে একটি আমবাগান গড়ে তোলেন তিনি। কিন্তু পূর্ব শত্রুতার জেরে স্থানীয় প্রভাবশালী আলমগীর কবিরের নেতৃত্বে ৫-৭ জন দুর্বৃত্ত রাতের আধারে বাগানে প্রবেশ করে ৩০০শর বেশি আম গাছ কেটে ফেলেন। এ সময়ে তার কর্মচারী তাহের দেখে ফেললে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে হাত পা বেঁধে পাশে একটি গম খেতে ফেলে রেখে চলে যায়। পরে বিষয়টি জানাজানি হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি থানা পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কে জীবন যাপন করছেন তারা। তাই দ্রুত আলমগীর কবিরের বিরুদ্ধে ব্যবস্থা ও আম বাগান রক্ষার দাবি জানান তিনি।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ