দুবাই থেকে আসা বিমানের ১১ সিটের নিচে মিলল ২৬ কেজি সোনা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৬৯

বিশেষ প্রতিনিধি।
হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটটি তল্লাশি করে মোট ২৬ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ জুলাই) মধ্যরাতে দুবাই থেকে আসা বিমানটির ১১টি পৃথক সিটের নিচ থেকে ৯৮টি নীল রঙের স্কচটেপে সোনার তরল পেস্ট উদ্ধার করা হয় বলে জানান, ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার প্রিভেনটিভ দলের কর্মকর্তা সেগুফতা মাহজাবিন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটিতে কাস্টম হাউস, ঢাকা এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রংয়ের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণ পেস্টের ওজন প্রায় ২৬ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। খবর আরটিভি অনলাইন
সেগুফতা মাহজাবিন জানান, উদ্ধার করা সোনাগুলো মালিক বিহীন অবস্থায় পাওয়া যায়। এগুলোর পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন বিস্তারিত তুলে ধারা হবে।

এই বিভাগের আরও সংবাদ