গোমস্তাপুরে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৭৪

আমিনুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়
সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন। অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম শুরু টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৭ আগস্ট,২০২৩ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম উদ্ভোধন করেন। সোমবার ০৮ এপ্রিল (২০২৪ )বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) নিশাত আনজুম আনন্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা , বিশেষ অতিথি হিসেবে রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প,প,প, কর্মকর্তা ডা: আব্দুল হামিদ,
টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রীর সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের জন্য উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে এর বিস্তার ঘটাতে এই সভায় গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী, ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তা।

এই বিভাগের আরও সংবাদ