উৎসর্গ সোসাইটি মানবতার প্রতীক এনজিও এফ এর নির্বাহী পরিচালক এস এম লুৎফর রহমান।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৫৩

মোঃ ফরিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি।

নিজের চিন্তা নয় অন্যের চিন্তা যে করেন তার চিন্তা মহান আল্লাহ করেন।
আমরা আজ হিংসা , অহংকার আর স্বার্থ নিয়ে বেঁচে থাকতেই বেশি স্বাচ্ছন্দবোধ করি।
আমরা প্রত্যেকেই আমিত্ব নিয়ে বেঁচে আছি ।কেউ কষ্ট পাচ্ছেন কেউ রাস্তায় পড়ে আছে মুমূর্ষ অবস্থায় কিন্তু এতে আপনার বা আমার কি? হাঁ আমাদের এখন এই প্রবণতা কাজ করে এটা সত্য। কেউ এক্সিডেন্ট করলে এগিয়ে যায় না পালিয়ে যায়। এখন একটা কাজ আমরা করি লোকটার অসহায়ত্ব নিয়ে ভিডিও করি নিজের দুচোখ দিয়ে তা উপভোগ করি।
তবে এর মধ্যেও সমাজে কিছু মানুষ আছে কিছু সামাজিক সংগঠন আছে তারা মানুষের অসহায়ত্ব নিয়ে সব সময় কাজ করে যাচ্ছে মানুষের কষ্ট দেখলেই এগিয়ে যায় এদের সংখ্যা খুবই কম। উপকূলীয় অঞ্চলের যে কয়টি সামাজিক সংগঠন আছে তার মধ্যে অন্যতম উৎসর্গ সোসাইটি।

- Advertisement -

উপকূলীয় জনপদের অন্যতম সামাজিক সংগঠন উৎসর্গ সোসাইটির সম্মানিত সভাপতি- গাজী আব্দুর রউফ দীর্ঘদিন যাবত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে তার স্বীকৃতি স্বরূপ এনজিএফ এর পক্ষ থেকে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান করা হয়-এ সময় উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, এনজিএফ এর নির্বাহী পরিচালক এস এম লুৎফার রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক এম আবুবকর সিদ্দিক প্রমুখ

এই বিভাগের আরও সংবাদ