শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখলেন ইউএনও মোছাঃ রনী খাতুন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। সোমবার ১১টায় এইচপিভি সম্পর্কিত এ্যাডভোকেসি সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন। এসময় জরুরী বিভাগসহ বহির্বিভাগে যেয়ে চিকিৎসক ও রোগীদের সাথে কথা বলেন। এসময় প্রায় চার লাখ জনগোষ্ঠী অধ্যুষিত সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যানেসথেসিয়া চিকিৎসক না থাকায় তিনি বিস্ময় প্রকাশ করেন। এছাড়া যত্ন সহকারে রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেয়ায় মনোনিবেশ করায় চিকিৎসকদের প্রশংসা করেন। একইসাথে বহির্বিভাগের পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করতে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। এসময় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিশ্বনস্বাস্থ্য সংস্থার (এ্ইচপিভি)জেলা প্রতিনিধি রাশেদ উদ্দীন মৃধা, উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. জিয়াউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রণী খাতুন বলেন উপকুলীয় জনপদের এ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ অনেক বেশী। বিপরীতে চিকিৎসক সংকট প্রবল। এদিকে পাশর্^বর্তী কালিগঞ্জ, আশাশুনিসহ কয়রা উপজেলার রোগীর চাপও মাঝেমধ্যে সামলাতে হয়। এমতাবস্থায় অতি অবশ্যই একজন এ্যানেসথেসিয়া বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় চিকিৎসক নিযুক্ত করতে হবে সোবার মান নিশ্চিত করতে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ