রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বীমা দিবস পালিত
দীন ইসলাম,রাবি প্রতিনিধি।
‘করবো বিমা,গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) বিকাল সাড়ে ৩টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ বর্ণাঢ্য র্যালির আয়োজন করে।
রাবির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। পরে বিভাগের সেমিনার কক্ষে বীমার প্রাতিষ্ঠানিক শিক্ষা, বীমার উন্নয়ন, অগ্রগতি, অগ্রযাত্রায় সম্যক ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় ।
আলোচনা সভায় ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের সভাপতি তৌহিদুল আলম বলেন, আজকের দিনের উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা। বীমা ছাড়া এবং বীমার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। সামগ্রিক জনগোষ্ঠী ও যে ব্যবসা-বাণিজ্যগুলো আছে তা যদি বীমার আওতায় না আনা হয় তাহলে কখনো একটা দেশ উন্নত হতে পারেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বীমা একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।আমরা চাই বাংলাদেশের সকল মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠান যেন বীমার আওতায় আনা হয়।
প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমা দিবস উপলক্ষে একটি সেমিনারে বক্তব্য রাখেন এবং উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আমরাও আজ এই দিবসটি পালন করছি। “করব বিমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” আমরা বিমা দিবস ২০২৪ এর স্লোগানকে সামনে রেখে বিমার অবদানকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশের গড়ব।