রাবিতে আবৃত্তি শিল্পীদের পথকবিতায় মুগ্ধ দর্শকশ্রোতা
দীন ইসলাম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজন করা হয়েছে পথকবিতা উৎসব। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘স্বনন’ এই আয়োজন করে। আবৃত্তি শিল্পীদের কণ্ঠে বিশিষ্ট লেখকদের কবিতা শুনে মুগ্ধ দর্শকশ্রোতা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে শহিদ মিনারের সামনে বিভিন্ন লেখকের কবিতা আবৃত্তি করেন সংগঠনের সদস্যরা।
আহবায়ক মিজান শেখ বলেন,বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকান্ডকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সাংগঠনিক আবৃত্তিচর্চার প্রথম সংগঠন স্বনন সবসময়ই ব্যতিক্রম ধরনের বিভিন্ন আয়োজন করে থাকে। আজকের এই পথকবিতা উৎসব সেরকমই একটি অনুষ্ঠান। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রে চিন্তার খোরাক যোগাবে স্বননের শিল্পীদের উচ্চারিত এই ধ্বনিগুলো। বিশ্ববিদ্যালয় তথা সমগ্র বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকান্ড আরো গতি পাক, মানুষ কূপমন্ডুকতা থেকে মানবতার দিকে অগ্রসর হোক,আজকের এই পথকবিতা উৎসব থেকে এই আশাবাদ ব্যক্ত করছি।
উৎসবটিতে সংগঠনের ১০ জন সদস্য অংশ নেয়।তারা বাংলা সাহিত্যের বিশিষ্ট কবিদের লেখা কবিতা পাঠ করেন।
সরেজমিনে দেখা যায়, শহিদ মিনারের সামনের রাস্তায় স্বননের ব্যানারে সদস্যরা দাঁড়িয়ে কবিতা পাঠ করছে। সুকান্ত ভট্টাচার্য, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, হুমায়ুন আজাদ, শঙ্খ ঘোষ সহ প্রায় দশের অধিক লেখকের রচিত কবিতা পাঠ করতে দেখা যায়। তাদের কণ্ঠে শোনা যায়, ভাত দে হারামজাদা, ছাড়পত্র, বলো ভালোবাসো, হামা গুড়ি, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, মিথ্যে কথাসহ বিশিষ্ট কয়েকটি কবিতা।
এমন আয়োজনে অংশ নিয়ে কবিতা শুনছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমরান হোসাইন। তিনি বলেন, পথ দিয়ে যাওয়ার সময় দেখতে পাই কয়েকজন কবিতা আবৃত্তি করছে। আগ্রহের সাথে সেখানে যাই। খুবই চমৎকার একটি আয়োজন। পছন্দের কবিদের রচিত কবিতা শুনতে অনেক ভালো লাগছে। সত্য বলতে কবিতা আমার ভিষণ পছন্দের।