সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু ।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৯৭

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু ।

মোঃ ফরিদ উদ্দিন
শ্যামনগর থেকে ।

- Advertisement -

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মৃত্যুর ঘটনা ঘটছে কিছু অসাধু পল্লী বিদ্যুতের কর্মচারীদের মাধ্যমে অবৈধ উপায়ে বিদ্যুৎ নিয়ে পানি উত্তোলন করতে গিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় অনেকেই বলছেন। যদি কৃষকদের সেচ মিটার বরাদ্দ করতো তাহলে এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটতো না বলেই সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রসঙ্গ পরানপুর গ্রামের মৃত, মোঃ জিহাদ আলীর পুত্র মোঃ নুর ইসলাম গাজী। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে তার নিজস্ব মৎস্য ঘেরে বৈদ্যুতিক মটর দিয়ে পানি উঠাতে গেলে এ দুর্ঘটনা ঘটেছে বলে তার পরিবার সূত্রে জানা যায়।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আইয়ুব আলী জানান, সকালের দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য মোটর সংযোগ দেওয়ার সময় অসাবধানবশত বিদ্যুৎ স্পৃর্শে গুরত্বর আহত হয়।

তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথিমধ্যে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার ওসি মোঃ নূরুল ইসলাম বাদল, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ