হাতীবান্ধায় জোর পূর্বক ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশের বিরুদ্ধে মামলা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মোঃ শাহীন আলম লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা  গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে গ্রাম পুলিশ বিপুল চন্দ্র রায়ের বিরুদ্ধে।  শনিবার (২১ এপ্রিল) রাতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ  বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী মন্টু শেখ জীবিকার তাগিদে ঢাকায় থাকায়, এই সুযোগে প্রায় তার বাড়িতে এসে কু -প্রস্তাব অনৈতিক কাজ করার প্রস্তাব দেন গ্রাম পুলিশ বিপুল চন্দ্র।  বিপুল চন্দ্র ওই এলাকার মুক্তিযোদ্ধা অমূল্য চন্দ্র বর্মনের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, বিপুল চন্দ্র হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত থাকেন। শনিবার রাতে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিলে ওই গৃহবধূ রাজি না হলে তিনি বারবার উত্যক্ত করতো। পরবর্তীতে  ২১শে এপ্রিল মধ্য রাতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জরুরি কথা আছে বলে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে । এতে ওই গৃহবধূ রাজি না হলে তাকে জড়িয়ে ধরে  বিছানায় ফেলে জোর পূর্বক ধর্ষণের জন্য ধস্তাধস্তি করে। এ সময় ওই গৃহবধূ চিল্লাচিল্লি করলে ওই গৃহবধূকে ছেড়ে দিয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গড্ডিমারী ইউনিয়ন পরিষদে জমা দেয়। এবিষয়ে ওই গৃহবধূ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

হাতীবান্ধা থানা ওসি তদন্ত বলেন,  অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত  ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ