সাতক্ষীরা কিন্ডারগার্টেনের মেধা,সাংস্কৃতিক ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩৭

মোঃ তুহিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরা কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে গতকাল সকাল ১০ টায় কিন্ডারগার্টেনের মেধা, সাংস্কৃতিক ও ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর জনাব আমানউল্লাহ আল হাদি, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সমরেশ কুমার দাশ।সাতক্ষীরা কিন্ডারগার্টেন এর পরিচালক ও হেডটিচার মো. রফিকুল হাসান এর সভাপতিত্বের পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অতিথিবৃন্দকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে অভিনন্দন জানানো হয়। স্কুলের সিনিয়র টিচার রাফিজা খাতুন ও আবু মো: জাকারিয়ার সঞ্চালনায় এবং কোমলমতি শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক মন্ডলীর সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। কেজি টু এর কোমলমতি শিক্ষার্থী নাজমুস সামির উদ্দীপ্ত বক্তব্য অনুষ্ঠানটিতে এনে দেয় এক নতুন মাত্রা। অতিথিদের বক্তব্যে উঠে আসে কোমলমতি সন্তানদের অধিক সময় দেওয়া ও কাউন্সিলিং করার বিষয়টি।
অনুষ্ঠানের সভাপতি হেড টিচারের বক্তব্যে প্রাধান্য পায় শিক্ষার্থীদের নিয়ম ও শৃঙ্খলার কথা। অনুষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ ও স্কুলের টিচার ও স্টাফদের বিভিন্ন ক্যাটাগরিতে ১৯৩ টি পুরস্কার দেয়া হয়। ২০২৩ সালের স্টুডেন্ট অফ দা ইয়ার নির্বাচিত হয়েছে কেজি টুর নাজমুস সামি ও তাসজিদ আহমেদ। তাসজিদ আহমেদকে পুরস্কার দেয়া হয় অয়ন ফাউন্ডেশনের সৌজন্যে।
২০২৩ সালে বেস্ট টিচার নির্বাচিত হয়েছেন শারমিন আক্তার,টিচার গ্রেড-ওও। এছাড়াও বেস্ট পারফরম্যান্সের জন্য আরো আটজন টিচার ও স্টাফকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কেজি ওয়ানের শিক্ষার্থী প্রকৃতি সরকার বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচটি পুরস্কার পেয়ে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে। স্কুলের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবক মন্ডলী, শুভাকাঙ্ক্ষী, কোমলমতি শিক্ষার্থী ও স্কুলের সকল স্টাফকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ