শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়া দৌড় দেখতে মানুষের ঢল।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৭২

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরে প্রতি বছরের ন্যায় এবছরও নকিপুর মাজাট এলাকাবাসীর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ঘোড়ার সমন্বয়ে সুন্দর মনোরম পরিবেশে এক আকর্ষনীয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন রবিবার বিকাল ৩টায় নকিপুর মাজাট বিলে ঐতিহাসিক ঘোড়া দৌড় মাঠে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা-৪ জাতীয় আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস-চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব বলি, মহাসিন কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর প্রমুখ। ঘোড়া দৌড় দেখার জন্য উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী,পুরুষ সেখানে এসে উপস্থিত হয়।ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।১৫টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ঘোড়া দৌড় প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করে তৌকির মোল্লার ঘোড়া,দ্বিতীয় শিমুল শেখের ঘোড়া, তৃতীয় আব্দুল ওহাবের ঘোড়া ও চতুর্থ আকরাম মল্লিকের ঘোড়া। প্রথম পুরষ্কার ১২ হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার ৮ হাজার টাকা, তৃতীয় পুরষ্কার ৫ হাজার টাকা ও চতুর্থ পুরষ্কার ৩ হাজার টাকা করে প্রদান করেন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ