‌প্রশংসায় ভাসছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৮৫

মোঃ ফরিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি ,
কথা নয় কাজে বিশ্বাসী সদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান স্বপ্নদ্রষ্টা শ্যামনগরপৌরসভা
এ্যাডঃজহুরুল হায়দার বাবু

শ্যামনগর উপজেলার মানুষের প্রাণের দাবি ছিল আদি যমুনার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। সেটি সক্ষম হয়েছে শ্যামনগর উপজেলা প্রশাসন,শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ড এবং বিশেষ করে অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু এবং সাংবাদিক ভাইদের সদিচ্ছার কারণে। কারণ এ্যাডঃজহুরুল হায়দার বাবু জনগণের মাঝে বারবার একটি কথা বলেছেন। আমাদের শ্যামনগর আমরাই গড়ব। সুন্দর একটি শ্যামনগর গড়ার লক্ষ্যে,যা যা করতে হয় সবই আমরা করব।
প্রসঙ্গ বহু আলোচনা সমালোচনা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভূমি দস্যু মলয় কুমার ঝন্টুর সরকারি খাস সম্পতি উপর তিন তলা ভবন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ ১০ জুন শনিবার সকালে অবৈধ স্থাপনা যমুনা নদীর স্রোত প্রবাহমান রাখতে যমুনা নদী খনন সম্পূর্ণ করতে উচ্ছেদ অভিযান শুরু করে।
দীর্ঘদিন সাংবাদিক এবং সাধারণ মানুষের আন্দোলন প্রতিফলন আজকে শ্যামনগরের মানুষ দেখতে পেলেন। যার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন
অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু । তার হাত ধরে এগিয়ে যাবে শ্যামনগর সদর ও শ্যামনগর পৌরসভা।

- Advertisement -

অনেকেই বলেছিলেন এটি একেবারেই অসম্ভব সেই একেবারেই অসম্ভব জিনিসটা আজকে সম্ভব করে দেখিয়েছেন।
শ্যামনগরের আপামর জনগণ, এবং সকলে মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন,,
অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবুর মত
এমন জন-প্রতিনিধি শ্যামনগরের নেতৃত্ব দিলে একটি মডেল শ্যামনগর গড়া শুধু সময়ের ব্যাপার

এই বিভাগের আরও সংবাদ