শিউলির কবিতা “আমার হইয়ো”

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৮০

আমার হইয়ো
~শিউলি ইসলাম

তুমি আমার হইয়ো,
সুখ না হতে পারলেও,
দুঃখ হয়ে থেকো,
তবু্ও তুমি আমার হইয়ো।

- Advertisement -

কারন সুখের স্থায়িত্ব ক্ষণস্থায়ী হলেও
দুঃখ যে আমার দীর্ঘস্থায়ী সঙ্গী।
তাই তুমি দুঃখ হয়ে থেকো,
তবুও তুমি আমার হইয়ো।

তুমি শান্ত নদী না হয়ে,
অশান্ত সমুদ্র হইয়ো।
তবুও তুমি আমার হইয়ো।

জানি অশান্ত সমুদ্র জয়
সহজ সাধ্য নয়,
তবুও আমি সেই অশান্ত সমুদ্রকেই, জয় করতে চাই।

তুমি পাহাড় না হয়ে,
আকাশ হইয়ো।
তবুও তুমি আমার হইয়ো।
স্পর্শ করতে না পারলেও
অনুভব তো করতে পারব।

তুমি আকাশের অগণিত তাঁরা না হয়ে,
একটি মাত্র চাঁদ হইয়ো।
তবুও তুমি আমার হইয়ো।
কারন অগণিত নয়,
আমার একটাই চাই।

তুমি বাস্তবতায় না হলেও,
কল্পনাতে আমার হইয়ো।
আমি দূর থেকেই ভালোবেসে যাব,
তবুও তুমি কিন্তু আমার হইয়ো।

আসলে মানুষ দূর থেকেই সুন্দর
কাছে আসলেই দূরত্ব বাড়ে,
সহজ সাধ্য জিনিসের কদর যায় কমে।
তাই তুমি দূরেই থেকো,
তবুও বলব তুমি অন্য কারো না হয়ে,
আমারই হইয়ো।

লেখক;শিউলি ইসলাম,শিক্ষার্থী,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ।

এই বিভাগের আরও সংবাদ