শিউলির কবিতা “তোমার অপেক্ষা”

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২১৫

তোমার অপেক্ষা

বসন্ত এসেছে ঠিকই,
কিন্তু অজানা একটা রিক্ততা, এখনও কেন জানি মনের কোন এক কোণে রয়ে গেছে।
নিয়ম করে ঠিকই গাছে নতুন পাতার সমাহার হয়েছে,
কিন্তু আমার বিষন্নতার সমাপ্তি আজও হয় নি।
ফুলে ফুলে ভরে উঠেছে ধরণী,
কিন্তু আমার এ মন আজও উদাসী।
বসন্তের প্রথম ভোরে, কোকিলের কণ্ঠে প্রতিধ্বনিত সুর মনের সেই অজানা বিষন্নতাকে কেন জাগিয়ে তুলছে।
আজও বুঝি নি।
খুজেছি কারন, পাই নি কভু,
তবুও খুজে যাচ্ছি অজানা অব্যক্ত সেই রিক্ততার সুর।
শুনেছি অদর্শনেই নাকি বিষময় ফল ফলে!
তবে কি এটাই সেই বিষন্নতার কারন?

- Advertisement -

লেখক:শিউলি ইসলাম,শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এই বিভাগের আরও সংবাদ