মহাদেবপুরে পূর্ব শত্রুুতার জের ধরে বসত বাড়িতে হামলা ভাঙচুর মারপিট

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মোঃ সাইদুল ইসলাম হেলাল জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুুতার জের ধরে বসত বাড়িতে হামলা ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। শনিবার (২০ এপ্রিল) মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের কুন্দনা গ্রামে র পূর্বপাড়ার সারাশন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইফুল ইসলাম (৪৫)তার পিতা আশরাফুল ইসলাম (৬৫),তার ভাই ছয়ফুল ইসলাম (৪০)সহ একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ ওই পাড়ার মৃত ফজলুল হকের বসতবাড়িতে হামলা চালিয়ে ইটের প্রাচির, সিমেন্টের টিন ভাঙচুরসহ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করে। এঘটনায় ফজলুল হকের বড় ছেলে মাহবুব হোসেন,মেঝ ছেলে মকবুল হোসেন তার মেয়ে আরেফা বাধা দিতে গেলে সঙ্ঘবদ্ধ দলটি তাদেরকে এলোপাথারীভাবে মারপিট করে এবং জীবননাশের হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে মাহবুব হোসেন ও সংঘবদ্ধ দলটির বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রধান শিক্ষক তাইফুল ইসলাম জানান,এ ঘটনাটির সাথে আমি জড়িত না আমার বাবা জড়িত। ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটিয়েছে।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি রুহুল আমিন অভিযোগের প্রাপ্তি স্বীকার করে জানান,তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরও সংবাদ