বীকন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কাশিমাড়ীতে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৭২

বীকন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় কাশিমাড়ীতে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ।

মোঃ ফরিদ উদ্দিন
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্গত কাশিমাড়ী ইউনিয়নের জয়নগরে ইফতার সামগ্রী বিতরন কর্মসূচি পালন করা হয়। (QnS Academy London) কিউএনএস একাডেমী লন্ডন এর অর্থায়নে বীকন ফাউন্ডেশানের ব্যবস্থাপনায় ১৫০ জন দুস্থ পরিবারের মধ্যে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। যার প্রতিটি প্যাকেজ মুল্য তিন হাজার টাকা।

- Advertisement -

শুক্রবার (২৪ মার্চ ২০২৩) প্রথম রমাদান সকাল ১০ টায় লন্ডন প্রবাসী ডক্টর আব্দুস সালাম আজাদীর নিজ বাড়ী জয়নগর থেকে ১৫০ (দেড় শতাধিক) দুস্থ পরিবারের মঝে সাহারী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এবারের সাহারী ও ইফতার সামগ্রীতে থাকছে, চাউল ১৫ কেজি, ছোলা -২ কেজি, পেয়াজ- ২কেজি, সয়াবিন তৈল-২কেজি, খেজুর-১ কেজি, মুড়ি- ১ কেজি, আলু- ৩কেজি, ট্যাং – বক্স ২টি, চিনি- ১ কেজি, ডাল- ১কেজি, লবণ – ১ কেজি।

এসময় উপস্থিত ছিলেন- বীকন ফাউন্ডেশান সাতক্ষীরা সভাপতি আলহাজ্ব আলী আফসার, মাস্টার আব্দুল গফুর, মাওলানা মোমতাজ উদ্দীন, বীকন ফাউন্ডেশান সাতক্ষীরা এর ব্যবস্থাপনা পরিচালক, অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, মাওঃ হাবিবুল্লাহ, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সেনা সদস্য নাহিদ হাসান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমাজ সংগঠক মাকসুদুর রহমান মিলন ।

এই বিভাগের আরও সংবাদ