পদ্মপুকুরে ওয়াপদা বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩১৭

আল আমিন,নিজস্ব প্রতিনিধি

২ ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত ০৯ টায় সাতক্ষীরার শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নের
খুটিকাটা লঞ্চঘাট সংলগ্ন বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান মৎস ঘেরের জোয়ারের পানি ওঠা নামার কারনে বেড়িবাধের গোড়ার মাটি ক্ষয় হওয়ায় আচমকা ভাবে বেড়িবাদ নিচু হয়ে যায়। নিচু হওয়ায় নদীর পানি উপছে মৎস ঘেরে প্রবেশ করে।

- Advertisement -

এমতাবস্থায় স্থানীয় জনসাধারণ স্বেচ্ছাশ্রম দিয়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ তাৎক্ষণিক মেরামত করে।

উপস্থিত জনসাধারণ বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি রক্ষার্থে অবৈধ ভাবে মৎস ঘেরের পানি জেযার ভাটা দেয়া ও অপরিকল্পিত পাইপ লাইন বসানো থেকে বিরত রাখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।

এই বিভাগের আরও সংবাদ