নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষা বৃত্তি প্রদান

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১০৮

বিশেষ প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়ায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট ভাষাবিদ আমিন রহমানের পরিবার ও বন্ধুদের আর্থিক সহায়তায় সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে হাফিজুর রহমান ও আনোয়ারা বেগম স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। ৯ এপ্রিল কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ জন শিক্ষার্থীর মাঝে ১০৬,০০০ টাকা বিশেষ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও ভাব বাংলাদেশের ভলান্টিয়ার আবিদুর রহমান আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী বেঞ্চ অফিসার মো. মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া চাইল্ড কেয়ার স্কুলের প্রধান শিক্ষক মো. সোহেল আমিন। স্কুল পর্যায়ে মাসে একহাজার, কলেজে দুই হাজার, বিশ্ববিদ্যালয়ে তিন হাজার এবং মেডিকেল কলেজের (এমবিবিএস) শিক্ষার্থীদের মাসে চার হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থী অনামিকা সূত্রধর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. তামজিদ আহমেদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষার্থী মো. এনামুল হক ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ