নওগাঁ ৬ আসনে নতুন মুখ সাবেক এমপি পুত্র স্বতন্ত্র প্রার্থী অ্যাড• ওমর ফারুকের বিশাল জয়

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩৪

মোঃ সাইদুল ইসলাম হেলাল(নওগাঁ জেলা প্রতিনিধি)
৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনে নৌকার প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন সাবেক এমপি পুত্র নতুন মুখ স্বতন্ত্র প্রার্থী (ট্রাক মার্কা) এ্যাড. ওমর ফারুক সুমন। তিনি ৬হাজার ৭শ’ ৪৬ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন।গতকাল রবিবার রাতে রাণীনগর ও আত্রাই উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে দেওয়া বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে।

তরুন প্রজন্মের তারুণ্যের আইকন ও এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত নওগাঁ-৬ আসনকে নতুন মোড়কে বদলে দেওয়ার স্বপ্নদ্রষ্টা এ্যাড. ওমর ফারুক সুমন নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তার বাড়ি নওগাঁ-৬ আসনের আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা ওহিদুর রহমানের ছেলে। দীর্ঘদিন রাণীনগর উপজেলার দখলে থাকা এমপি পদটি নতুন করে আত্রাই উপজেলার দখলে নিয়ে নিজের বাবার পর এই আসনের ইতিহাসের পাতায় নতুন মানুষ হিসেবে নাম লিখালেন এ্যাড. ওমর ফারুক সুমন।

- Advertisement -

বিজয়ী প্রার্থী এ্যাড. ওমর ফারুক সুমন মোট ৭৬হাজার ৭শ ১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ মনোনীত (নৌকা মার্কা) প্রার্থী আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন ৬৯ হাজার ৯শ’ ৭১ ভোট। এই নির্বাচনে নওগাঁ-৬ আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র, তৃণমূল বিএনপি, ন্যাশনাল পিপল্স পার্টি ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে ভোট শুরুর পর থেকে শেষ পর্যন্ত এই আসনে বিচ্ছিন্ন কিছু ছোট ঘটনা ছাড়া সুষ্ঠ, সুন্দর, অবাধ, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ।
রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ২৭হাজার ৯৭৩ জন। রাণীনগর উপজেলায় ৫৪টি ভোট কেন্দ্র ও আত্রাই উপজেলায় ৬০টি ভোট কেন্দ্রসহ মোট ১১৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলায় ৫৪টি ভোট কেন্দ্রে ভোট সংগ্রহ হয়েছে শতকরা ৪৪.৪৬ ভাগ ও আত্রাই উপজেলায় ৬০টি কেন্দ্রে ভোট সংগ্রহ হয়েছে শতকরা ৪৮.৯৪ ভাগ।

এই বিভাগের আরও সংবাদ