নওগাঁয় পুলিশ মেমোরিয়াল ডে পালিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১৪

মোঃ সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ জেলা প্রতিনিধি)

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সারা দেশের ন্যায় নওগাঁ জেলায় পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪ পালিত হয়েছে । এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় নওগাঁ জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম এর নেতৃত্বে একটি র‍্যালি বের হয়ে পুলিশ লাইন্সে গিয়ে স্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নওগাঁ ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) উজ্জল কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নওগাঁ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা এবং নওগাঁস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা/কর্মচারী এবং জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। পরে গত কয়েক বছরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় নিহত নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা ৩৫ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন তাদের পরিবারবর্গকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ