জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ব্রহ্মপুত্রের বাঁকে জামালপুর ব্যাচ ৮৮ সফলভাবে সম্পন্ন।
জেলা প্রতিনিধি: আবু শামা।
কৈশোর বেলায় এদের সাথে জীবনের সোনালী সময় গুলো কাটানো ৮৮ বন্ধুরা স্কুল ছাড়ার ৩৬ বছর পরে সেইসব বন্ধুদের সাথে একটা দিন, একটা বিকেল কাটানোর অদ্ভুত ভালোলাগার; ভালোবাসার মিলনমেলায় নেচে গেয়ে রাখে সকল বন্ধুরা,যেন সেই বাধন ছাড়া কিশোর কিশোরী,ব্যাচ-৮৮ এর /০২/২৪ খ্রিস্টাব্দে শুক্রবার অনুষ্ঠিত হলো। এই ব্যাচের পরীক্ষা শুরু হয়েছিল ১৭/০৩/৮৮ ইং,শেষ হয় ৩১ দিন ৮৮ ইং পাশের দেশের সর্বনিম্ন পাসের হার ছিল ৩১,৭৩ মাত্র।
শুক্রবার সকালে কোরআন তেলাওয়াত, যৌথভাবে সেই স্কুল জীবনের মত জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয় স্বাগত বক্তব্য রাখেন,
৮৮ বন্ধু হুমায়ুন।
স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন বন্ধু এডভোকেট তাজুল ইসলাম সহ ঢাকা,কিশোরগঞ্জ,খুলনা,
রংপুর,পাবনা সিরাজগঞ্জ থেকে আগত বন্ধুরা ও বক্তব্য রেখে বন্ধুদের নিয়ে যায় স্মৃতিতে ভরা সেই কৈশোর জীবনে।
(নামাজের বিরতির) পর দুপুরের খাবার গ্রহণ কৈশোর পেরিয়ে আজকের ৮৮ বন্ধুরা খাবার গ্রহণ করে।
খাবার শেষে চলতে চা/কফি বিকালের নাস্তা খাওয়ার তালে তালে বন্ধুদের মধ্য থেকে কবিতা আবৃতি গান নৃত্য,জাদু/কৌতুক অভিনয়। নৃত্য পরিবেশন করে বিমোহিত করেন জাতীয় পুরস্কার সহ অন্যান্য বিভাগে পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ৮৮ বন্ধু সইয়োদা ফারহানা ইসলাম শিখা, গান পরিবেশন করে ৭১ টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি বন্ধু মাসুদ, ঢাকায় অবস্থানরত জামালপুরের ডাক্তার বন্ধু সহ অনেকেই সুন্দর সুন্দর গান পরিবেশন করে।
আমাদের জামালপুর ব্রহ্মপুত্রের বাঁকে ৮৮ তৃতীয় রিউনিয়নের চিফ গেস্ট ছিল,
৮৮ সিরাজগঞ্জের বন্ধু ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি (এমপি) জাতীয় সংসদ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বন্ধু রেজাউল করিম আনন্দ ও মুক্তি ।
স্বাগত বক্তব্যে, হুমায়ুন বলেন বন্ধুরা এই অনুষ্ঠানটি সফল করতে,রাশেদ,আক্তার,আহসান, আরিফ,আবু শামা, নুরুদ্দিন, তোতা,রুহুল আমিন বাদশা, মিহির,সজীব, জামালপুরের সকল বন্ধুরা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে তোমরা আমাকে যেভাবে সহযোগিতা করেছো সেজন্য সত্যিই আমি কৃতজ্ঞ এর পরেও অনিচ্ছাকৃতভাবে কোন ভুল হয়ে থাকলে বন্ধু হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি আর ভালো কিছু হয়ে থাকলে সেটা তোমাদের সকলের প্রাপ্য। পরিশেষে রাতের খাবার ও রাফেল ড্রর ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়