চুয়াডাঙ্গার দর্শনা রেলপথে মেদেনীপুর ওরশের স্পেশাল ট্রেন দেশে ফিরেছে

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৩

রকিবুল হাসান তোতা, চুয়াডাঙ্গা

ভারতের মেদেনীপুর ওরশের উদ্দেশে যাওয়া যাত্রীবাহি স্পেশাল ট্রেনটি সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে দেশে ফিরে এসেছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল ইসলাম ও ইমিগ্রেশন ওসি আতিক হাসান জানান, প্রতিবছরের মত এবারো স্পেশালট্রেনটি ২৪টি বগিতে ২হাজার ১শ৫১ জন যাত্রী নিয়ে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) ভারতের পশ্চিমব‌ঙ্গের মেদেনীপুর জোড়া মসজিদ নামক স্হানে (১২৩তম) ওরশে যোগ দেয়ার জন্য দর্শনা রেলপথে ভারতে প্রবেশ করেছিল।

- Advertisement -

১৭ ফেব্রুয়ারী শ‌নিবার ওরশের বয়ানের পর ভোরে বিশেষ দোয়া শেষে ১৮ ফেব্রুয়ারি রাতে রওনা হয়ে ১৯ ফেব্রুয়ারি সোমবার বেলা ১টা ২৫ মিনিটের সময় স্পেশালট্রেনটি দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে পৌছে। কাস্টমস ও ইমিগ্রেশন শেষে বেলা সাড়ে ৩ টার দিকে যাত্রীবাহি ট্রেনটি রাজবাড়ির উদ্দেশ্যে দর্শনা ত্যাগ করেন।

উল্লেখ ১৯০২ সাল থেকে দু দেশের মধ্যে (ভারত -বাংলাদেশ) সমঝোতার ভিত্তিতে বাংলাদেশের ধর্মপ্রান মুসলমানরা দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে ভারতের মেদেনীপুর ওরশে যাতায়াত করে আসছেন।

এই বিভাগের আরও সংবাদ