তুমি নেই!
~জান্নাতুল ফেরদৌস
তুমি নেই,কবিতা নেই,
ছন্দরা তিক্ত-বিরক্ত,নেই তাদের খেই।
মস্তিষ্ক পুরা আউলা ঝাউলা,
তুমি আসবে কবে বললা??
রাজপথের পাখি সব মিছিলে আজ,
বন্ধ তাদের খানাপিনা,রাজ্যের কাজ।
কণ্ঠে মেরেছে একশ তালা,
তুমি আসবে কবে বললা??
তুমি নেই,গান নেই,
গলার বেঈমানী বাঁধ সাধে গোড়াতেই।
সুর-তাল উদ্ভট,আলা ভোলা,
তুমি আসবে কবে বললা??
ঘুমপাড়ানির দল অনশন ধর্মঘটে,
দীর্ঘকাল তারা অনুপস্থিত এ তল্লাটে।
কবিরাজিতেও ফিরছেনা ঘুমের ছেলেবেলা,
তুমি আসবে কবে বললা??
তুমি নেই,ভালোবাসা নেই,
বুকের ভিতর উথাল-পাথাল,অথৈ।
চোখের জলে,অস্থিরতায় পাগলা-পাগলা,
তুমি আসবে কবে বললা??
৯ই মার্চ,২০২৪!
লেখা:জান্নাতুল ফেরদৌস,শিক্ষার্থী বশেমুরবিপ্রবি।