কবিতা “ রমজানের বাজার দর”

রমজানের বাজার দর
মো: ফয়জুল্যাহ্ হোসাইন

সারা বছর যেমন তেমন,
রমজান এলেই হুস।
দাম জিগাইয়া মাদবর কাকা,
হুয়ে গেলো বেহুস।

আলু,পটল তরকারি সব,
উদ্ধোমূখী বাজার।
তেল,চিনি,লবন মরিচ,
খাওয়া কি আর সাজার?

দেশের যত মাথারা সব,
বাড়ায় মালের দাম।
কি করবে জনগণে,
মুখে লাগাই গাম।

যানে সবাই থাকবে রোজা,
কিনতে হবে মাল।
যত হবে উদ্ধোগতি,
ব্যবসায় হবে লাল।

ব্যবসায়ীরা সারা বছর,
পেতে থাকে ওদ।
রমজান এলেই জনগণের,
মারবে তারা পোদ।