সাতক্ষীরা মাধবকাটি শ্বশুরবাড়িতে গৃহবধূর বিষপান ৯ দিন পরে কালিগঞ্জ পিতার বাড়িতে মৃত্যু

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১৬

জিএম মামুন নিজস্ব প্রতিনিধি:

ঈদের দিনে পারিবারিক কলহের জের ধরে মারামারির ঘটনাকে কেন্দ্র করে বিলকিস বেগম নামে ১ সন্তানের জননী বিষ পানে বাবার বাড়িতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরস্পর বিরোধী অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা ইউনিয়নের খামার পাড়া গ্রামের মৃত শেখ আব্দুস সবুরের কন্যা ও সাতক্ষীরা সদর থানার মাধবকাটি গ্রামের ওয়াইস করুনি ওরফে রাজুর স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২০ এপ্রিল) বেলা ১০ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার খামার পাড়া গ্রামে। নিহত গৃহবধূর ভাই সাইদুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে শনিবার বেলা ২ টার সময় কালিগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহত গৃহবধুর চাচা শেখ আব্দুল্লাহ, শেখ আব্দুল গফুর, খালাতো ভাই জাকির হোসেন, ভগ্নিপতি চৌকিদার রমজান আলী, মা রিজিয়া খাতুন সাংবাদিকদের জানান দু’বছর সাত মাস আগে সাতক্ষীরার সদর থানার মাধবকাটি গ্রামের নুর ইসলাম মোল্লার পুত্র ওয়েস করুনী ওরফে রাজুর সঙ্গে কালিগঞ্জ থানার খামার পাড়া গ্রামের মৃত আব্দুর সবুরের কন্যা বিলকিস বেগমের সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহিত জীবনে তাদের ১ বছর ছয় মাস বয়সের ১টি কন্যা সন্তান আছে। গত ১১ এপ্রিল বৃহস্পতিবার ঈদের দিন বিলকিস এবং তার জা মর্জিনা বেগমের সঙ্গে ঝগড়ার সূত্র ধরে বিলকিসকে বেধড়ক পিটিয়ে জখম করে। খবর পেয়ে বিলকিসের চাচা শেখ আব্দুল্লাহ ১২ এপ্রিল শুক্রবার তাদের বাড়িতে যেয়ে জানতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন মারতে উদ্যত হলে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। রাগে নিহত গৃহবধূ বিলকিস বেগম ঘরে রক্ষিত বিষ পান করলে তাকে দ্রুত বাবার বাড়িতে নিয়ে এসে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে গত ২ দিন আগে খামার পাড়া নিজের বাবার বাড়িতে নিয়ে আসলে শনিবার বেলা আনুমানিক ১০ টার সময় বিলকিস বেগম মৃত্যুবরণ করে। খবর পেয়ে নিহত গৃহবধুর শশুর নুর ইসলাম মোল্লা এবং তার ভাসুর মনিরুল ইসলাম কালিগঞ্জে এসে সাংবাদিকদের জানান আমাদের বাড়ি থেকে সামান্য ঝগড়াঝাঁটির নিয়ে ভালো অবস্থায় এসেছিল। কিন্তু কিভাবে বিষ পানে মারা গেল বিষয়টি তাদের বোধগম্য নয়। তবে নিহত গৃহবধুর ভাই সাইদুর রহমান সাংবাদিকদের জানান এর আগেও আমার বোনকে মারপিট করা হয়েছে এবং আমরা নিয়ে আসার সময় তার গায়ে আঘাতের চিহ্ন ছিল। তবে এ ব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক হাফিজ জানান আমার বিট এলাকায় একটি মহিলা শ্বশুর বাড়ি সাতক্ষীরার সদর থানায় মাধবকাটি গ্রামে বিষ পান করে। পরবর্তীতে মেয়ের পিতার বাড়ির লোকজন কালীগঞ্জ নিয়ে আসে কয়েকদিন পরে আজ শনিবার মহিলার মৃত্যু হয়েছে। এমনটা অভিযোগ পরিবারের আমরা লাশের সুরতহাল কার্যক্রম এবং আইনি প্রতিক্রিয়া শেষ করে ময়নাতদন্তে পাঠাবো।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ