শ্যামনগরের কালমেঘা খাল খনন উদ্বোধন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩২

শাহাজান, বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাতে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় কালমেঘা খাল খনন উদ্বোধন অনুষ্ঠান শেষে খাল খনন কাজের শুভ উদ্বোধন হয়েছে। উক্ত খাল খননের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য , জনাব এস এম আতাউল হক দোলন। বাংলাদেশ সরকার কর্তৃক সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিশ প্রকল্পের আওতায় ১ কোটি ২০ লক্ষ টাকার বাজেটে কালমেঘা খাল খননের কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

কালমেঘা খাল কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার মোঃ আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ-উজ জামান সাঈদ , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস সি এম এফ ফি খুলনার সহকারী প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

- Advertisement -

উক্ত খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালমেঘা সহ আশেপাশের জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ উক্ত এলাকার সকল জনসাধারণ মানুষ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্যামনগরের সিনিয়র মৎস্য অফিসার তুষার মজুমদার পরবর্তীতে বক্তব্য রাখেন মোঃ আনিছু রহমান,সাঈদ-উদ জামান সাঈদ, আব্দুল্লাহ আল মামুন সহ অনান্য ব্যাক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি মহোদয় জনাব এস এম আতাউল হক দোলন।

এই বিভাগের আরও সংবাদ