শ্যামনগরে নদীর চরের গাছ কর্তন, খবর পেয়ে বন্ধ করেন প্রশাসন।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৪৩

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৯নং সোরা গ্রামের চাঁদনীমুখা বাজার সংলগ্ন নদীর চরে ছোট বড় গাছ কর্তনের অভিযোগ।
মঙ্গলবার ৯ জানুয়ারি সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীর পাড়ে আনুমানিক ২-৩শত ছোট বড় গাছ কেটে ফেলে রাখা হয়েছে। কিছু গাছ ইতোপূর্বে বাড়িতে নিয়ে গেছে। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর হোসেন খবর পেয়ে লোকজন গিয়ে গাছ কাটতে নিষেধ করেন। ওই সময় গাছ কাটা বন্ধ করেন স্থানীয়রা।এ ব্যাপারে গাবুরার বিট অফিসার আরিফ বলেন,শ্যামনগর থানার নির্দেশে মঙ্গলবার সকাল ১০ টার সময় ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়।

- Advertisement -

এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আছাদুজ্জামান বলেন,গাছ কাটার খবর পেয়ে আমি গাবুরায় যেয়ে গাছ কর্তন বন্ধ করে দেয়া হয়েছে। এই গাছ গুলো বনবিভাগের আওতার মধ্যে উপরে কর্মকর্তাদের নির্দেশ পেলে গাছগুলোর ব্যবস্থা নেওয়া হবে।এরপরও গাছ কাটলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ