পিরোজপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান মনির সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে বুধবার পিরোজপুর সদর থানায় নিয়ে আসা হয়। আটককৃত শরিফুজ্জামান মনির সিকদার (৪০) সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের হাফিজুর রহমানের ছেলে।

 

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শরিফুজ্জামান মনির সিকদারের নামে বিস্ফোরক, মাদক, মারামারি ও চাঁদাবাজিসহ ৯টি মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ