সাতক্ষীরায় সাফজয়ী ফুটবলার মাসুরাকে ফুলেল শুভেচ্ছা
বাড়ি ফিরে শ্যামনগরের একটি স্কুলের মাঠে ফুটবল খেলেন মাসুরা। এ সময় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে মাসুরা বলেন, ‘আগে সাধারণত পুরুষ খেলোয়াড়দের নিয়ে আনন্দ হতো, উচ্ছ্বাস হতো, তাদের নিয়ে নিউজ হতো। এখন মানুষের চিন্তাভাবনা পাল্টে গেছে। মেয়েরাও ভালো খেলছে। সবাই পাশে থাকলে আমাদের এগিয়ে যেতে সুবিধা হবে।’
মাসুরার মা ফাতেমা বেগম বলেন, ‘মেয়ে শুধু আমাদের না, সাতক্ষীরা এবং পুরো দেশবাসীর মুখ উজ্জ্বল করেছে। আমি খুবই খুশি। সাফজয়ী হওয়ার পর রোজ মনে হতো, মেয়ে কখন বাড়ি আসবে, ওকে হাতে তুলে খাওয়াব। মেয়ে আজ বাড়ি আসার পর খুবই খুশি লাগছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন, মাসুরার সঙ্গে তার মুঠোফোনে কথা হয়েছে। তার সঙ্গে আলাপ করে সুবিধাজনক সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ১৭ অক্টোবর পর্যন্ত সাতক্ষীরায় থাকবেন মাসুরা।