সৌদি আরবে কর্মরত অবস্থায় পাথর চাপায় জিবনসমাধী হল রমজাননগরের আবুমুছা।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৬০

মোঃ ফরিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি।
পরিবার কে সচ্ছল ,দেশকে উজ্জ্বল করতে পিতা মাতা স্ত্রী অনাগত সন্তানকে সুখে রাখতে পাড়িজমান সৌদি আরবে । রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের গাজী রফিকুল ইসলাম মধুর বড় পুত্র আবু মুসা ( ২৩)

পারিবারিক সুত্রে জানাযায়, নিহত আবু মুছা জীবিকার তাগিদে ৪ মাস আগে শ্রমিক হিসাবে সৌদি আরবে গমন করে। সৌদিতে গমনকালে বাড়িতে রেখে যায় মা বাবা ছোট ভাই ৫ মাসের অন্ত:সত্তা স্ত্রীকে। আবু মুসা এক বছর আগে মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মোঃ হারুন গাজীর একমাত্র কন্যা শিমলা পারভীন কে বিয়ে করে। সৌদি আরবে নাজরান শহরে আবু মুছা শ্রমিক হিসাবে এস্কেবেটর মেশিনের ড্রাইভার হয়ে কাজ করত।

- Advertisement -

গত ২৩ জুলাই সৌদি সময় বেলা ৪টা ও বাংলাদেশ সময় আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এস্কেবেটর মেশিনের মাধ্যমে পাথরের পাহাড় ভাঙ্গতে থাকে। এমতঅবস্থায় উপরে থাকা পাথরের স্তুপ ভেঙে পড়তে থাকলে জীবন বাঁচাতে নিহত আবু মুছা এস্কেবেটর থেকে লাফিয়ে নিচে পড়া মাত্রই উপরে থাকা পাথরের স্তুপ তার শরীরের উপর ভেঙে পড়ে তাকে চাপা দেয়।

পরবর্তীতে সংবাদ পেয়ে সৌদির উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাপা পড়া পাথর অপসারণ করে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন। এদিকে সৌদি প্রবাসী আবু মুছার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর তার পরিবারে খোঁজ নিতে হাজার হাজার মানুষ তার গ্ৰমের বাড়িতে শতশত নারী ,বৃদ্ধ সহপাঠীরা ছুটে আসে , কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই বিভাগের আরও সংবাদ