সুইডেনে আল-কুরআন পুড়ানোর প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৪৭

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

সুইডেনে আল-কুরআন পুড়ানোর প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার (৮ জুলাই) বিকাল ৫ টায়
শ্যামনগরের সর্বস্তরের উলামায়ে  কেরামও তৌহিদী জনতা এর আয়োজনে শ্যামনগর উপজেলা চত্বর থেকে  বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম এম প্লাজা মার্কেটের সামনে সমবেত হয়।
মিছিল বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফেজ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা মসজিদ মাদ্রাসা শিক্ষক মহাদ্দিস মোস্তফা কামাল, কুলতলী মোহাম্মদপুর মাদ্রাসার মুফতি হাফিজুর রহমান, বংশীপুর বাস স্ট্যান্ড মিনা মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন, সোনার মোড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল আলিম, মাওলানা নুরুজ্জামান,  ইমাম ও খতিব বায়তুল্লাহ জামে মসজিদ কমপ্লেক্স বাদঘাটা মাওলানা ইয়াসিন আলী ইমাম ও খতিব খাগড়া দানা জামে মসজিদ হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক ইমাম ও খতিব সোয়ালিয়া জামে মসজিদ হাফেজ মাওলানা ওবাইদুল্লাহ বিন হাসান মুসলিমা খাতুন মহিলা মাদ্রাসা হাফেজ মাওলানা বাইজিদ হোসাইন ইমাম ও খতিব কাশিপুর জামে মসজিদ মাওলানা শোয়াইব হোসাইন ইমাম ও খতিব মাজাট জামে মসজিদ মাওলানা নাজির হোসাইন ইমাম ও খতিব চিংড়াখালী জামে মসজিদ সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে সুইডেন সরকারকে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়া ও বিতর্কিত ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে হবে।অন্যথায় মুসলিম বিশ্ব সুইডেনকে বয়কট করারও দাবি জানান।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মিছিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা এটিএম মিসবাহ উদ্দিন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ